অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে জামায়াতের শীর্ষ নেতারা রিমান্ডে


Map of Bangladesh
Map of Bangladesh

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমেদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে দুটি মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। গত রাতে উত্তরার একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পুরনো দুটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার ওসি সাজু মিয়া ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন পেশ করেন। আসামী পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান। আদালত উভয়পক্ষের যুক্তি-তর্ক শুনে ৫ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জামায়াতে ইসলামী এই গ্রেপ্তারের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন।
ওদিকে কুমিল্লার একটি আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপি মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল বের করে। ঢাকা, বরিশালসহ বেশ কয়েকটি স্থানে পুলিশ প্রতিবাদ সমাবেশ পন্ড করে দেয়।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG