জম্মু-কাশ্মীরে শুরু হয়ে গেল জোরদার সন্ত্রাস বিরোধী অভিযান। তারই অঙ্গ হিসেবে অনন্তনাগের শ্রীগুফোয়ারা এলাকায় গুলিযুদ্ধে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। তারা ‘ইসলামিক স্টেট অব জম্মু-কাশ্মীর’ নামে জঙ্গি সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ। মারা গিয়েছেন এক পুলিশকর্মী-সহ দু’জন। তবে সেখানে আরও এক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর।প্রসঙ্গত বলা যেতে পারে সদ্যসমাপ্ত গত রমজান মাসে জম্মু-কাশ্মীরে সেনা অভিযান বন্ধ থাকায় উপত্যকায় জঙ্গি হামলা বেড়ে দ্বিগুণ হয়েছিল বলে অভিযোগ। জানা গেছে,বেশ কয়েক জন জঙ্গি শ্রীগুফোয়ারার একটি বাড়িতে লুকিয়ে রয়েছে খবর পেয়ে, আজ ভারতীয় সময় সকালের দিকে শুরু হয় অভিযান। নিরাপত্তাকর্মীরা ওই বাড়িটি ঘিরে ফেলতেই, জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। দু’পক্ষের গুলির মধ্যে পড়ে বাড়ির মালিক ঘটনাস্থলেই মারা গিয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী-ও। উল্লেখ করা যেতে পারে গত মঙ্গলবারই জম্মু-কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থার অবনতির অভিযোগেজোট সরকার থেকে সমর্থন তুলে নেয় বিজেপি। জারি হয় রাজ্যপালের শাসন। এরপর থেকেই কাশ্মীরে নতুন করে সন্ত্রাস বিরোধী অভিযানের সম্ভাবনা প্রবল হচ্ছিল। জঙ্গি বিরোধী অভিযানের গতি আনার জন্য জঙ্গলযুদ্ধে বিশেষজ্ঞ বলে পরিচিত প্রাক্তন আইপিএস অফিসার কে বিজয় কুমারকে নিজের উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল এনএন ভোরা। নিয়ে যাওয়া হয়েছে দক্ষ স্নাইপারদেরও।অনন্তনাগে এনকাউন্টারের ঘটনায় এলাকা তো বটেই, শ্রীনগরেরও ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখাহয়েছে। জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান এসপি বৈদ জানিয়েছেন, তিন জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
কোলকাতা সংবাদদাতা পরমআশিষ ঘোষ রায়ের রিপোর্ট।