অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানে ১৮ মাসের মধ্যে প্রথমবারের মত কোভিড-১৯ এ একদিনে কেউ মারা যায়নি


জাপানের টোকিওতে করোনাভাইরাস প্রতিরোধে পথচারীরা মাস্ক পরে চলাচল করছেন। নভেম্বর ০৮, ২০২১।
জাপানের টোকিওতে করোনাভাইরাস প্রতিরোধে পথচারীরা মাস্ক পরে চলাচল করছেন। নভেম্বর ০৮, ২০২১।

জাপানের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে এক বছরের বেশি সময়ের মধ্যে রবিবার প্রথমবারের মত কোভিড-১৯ এ কেউ মারা যাবার কোন খবর পাওয়া যায়নি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাপানে সবশেষ ২০২০ সালের ২রা আগস্টে করোনাভাইরাসে কেউ মারা না যাবার খবর পাওয়া গিয়েছিল। জাপানে টিকা দেবার হার বাড়ায় কোভিড-১৯ এ সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা নাটকীয়ভাবে কমেছে। দেশটিতে ৭০ শতাংশের বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে।

গত আগস্টে ভয়াবহ ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমণের সময় দিনে ২৫ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছিলেন। মহামারী চলাকালীন এই রোগে জাপানে অন্তত ১৮ হাজার মানুষ মারা গেছেন।

এই শীতে করোনাভাইরাসের সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে দেশটির সরকার আগামী মাস থেকে টিকার বুস্টার শট শুরু করার পরিকল্পনা করেছে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা কমাতে খুব ভয়াবহ নয় এমন রোগীদের পিল ভিত্তিক চিকিৎসা দেবার জন্য কাজ করছে।

XS
SM
MD
LG