জাপান বাংলাদেশ থেকে বিশেষায়িত দক্ষ জনশক্তি নেয়ার চুড়ান্ত সম্মতির কথা জানিয়েছে। চীন, ভিয়েতনামসহ ৮টি দেশের পরে বাংলাদেশ নবম দেশ হিসেবে জাপানে দক্ষ জনশক্তি রফতানির সুযোগ পেলো। এ লক্ষ্যে গত সপ্তাহের একেবারে শেষে দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে। বিভিন্ন ধরনের শিল্পখাত ও কৃষিসহ ১৪টি খাতে এই দক্ষ জনশক্তি নেয়া হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ সংবাদ মাধ্যমকে বলেছেন, প্রয়োজনীয় দক্ষ জনশক্তি পেতে কিছুটা সময় লাগবে।
বেসরকারি খাতের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বায়রা’র মহাসচিব শামীম চৌধুরী নিয়ম-নীতি মেনে চলার তাগিদ দেন।
জাপান বাংলাদেশসহ ৯টি দেশ থেকে সাড়ে ৩ লাখ দক্ষ জনশক্তি নেয়ার কথা জানিয়েছে।
ঢাকা সংবাদদাতা আমীর খসরুর রিপোর্ট।