উত্তর কোরিয়ার কোন ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র আক্রমণ থেকে দেশকে প্রস্তুত রাখার জন্য জাপান নিরাপদে স্থানান্তর মহড়া বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। জাপান বলছে যে গত সপ্তায় উত্তর কোরিয়ার নেতা কিম জং ঊন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের পর, কুটনৈতিক সম্পর্কের বরফ গলায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
সেখানকার তোচিজি জেলার কর্মকর্তারা বলছেন যে আগামি সপ্তায় যে স্থানান্তর মহড়া অনুষ্ঠিত হবার কথা ছিল, সরকারের অনুরোধে তা বাতিল করা হয়েছে। এ বছরের শেষ দিকে আরো অন্তত আটটি জেলায় এ ধরণের যে মহড়া হবার কথা ছিল তাও স্থগিত করা হয়েছে।
উত্তর কোরিয়া গত বছর জাপানের উপর পরীক্ষামূলক ভাবে দুটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ এবং আরো অনেকগুলো জাপানি জলসীমায় পরীক্ষা করার পর এই মহড়া শুরু হয়। তবে মহড়া বাতিলের সিদ্ধান্ত সত্বে ও টোকিও এখন ও ২০২৩ সাল নাগাদ ভূমি থেকে ক্ষেপনাস্ত্রে বাধা দানকারি Aegis missile interceptor মোতায়েন করার পরিকল্পনা বহাল রেখেছে।