জাপানের সংসদীয় নির্বাচনে যারা ভোট দিয়েছে তাদের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে যে প্রধান মন্ত্রী শিনজো আবের ক্ষমতাসীন কোয়ালিশন, সংসদের উচ্চ সভা House of Councilors এ সংখ্যাগরিষ্ঠ আসন পাবে।
রবিবারের ভোটের ব্যাপারে বার্তা মাধ্যমে অনুমান করা হচ্ছে যে কোয়ালিশন হয়ত দুই তৃতীয়াংশ আসন পাবে যদিও আবের অর্থনৈতিক নীতিমালা এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধ উত্তর সংবিধানে যুদ্ধ পরিহার নীতি সংশোধনের যে লক্ষ্য সে বিষয়ে ভোটারদের প্রচুর সন্দেহ আছে।
বিশ্লেষকরা বলেন রবিবারের নির্বাচনে আবে যদি দুই তৃতীয়াংশ আসন পায়, তাহলে এই প্রথমবারের মতো তিনি দেশের যুদ্ধ উত্তর শান্তিবাদী সনদ সংশোধন করার সুযোগ পাবেন। তবে গণভোটের প্রয়োজন হবে। বহু জাপানি এখনও দেশের শান্তিবাদী নীতিমালা সমর্থন করে।