অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানের সম্রাট আকিহিতর স্থালাভিষিক্ত হবেন যুবরাজ নিরুহিত


জাপানের পার্লামেন্টেশুক্রবার এক আইন পাশ হয়েছেযে সম্রাট আকিহিত সিংহাসন ত্যাগ করে তাঁর জ্যেষ্ঠ পুত্র ৫৭ বছর বয়সী যুবরাজ নিরুহিতকে সিংহাসনে অধিষ্ঠিত করতে পারবেন।

৮৩ বছর বয়সী আকিহিতোর হার্টে অস্ত্রোপচার হয়েছে এবং তিনি প্রোস্টেট ক্যানসারেও ভুগছেন। প্রায় তিন দশক সিংহাসনে অধিষ্ঠিত থাকার পর গত গ্রীষ্মে তিনি এ আশা প্রকাশ করেন যে তার পুত্র তার স্থলাভিষিক্ত হন।

তবে জাপানের ২হাজার বছরের পুরাতন রাজতন্ত্রে উত্তরাধিকারসূত্রে সিংহাসন লাভের বিষয়ে দীর্ঘ দিন ধরে মতভেদ রয়েছে। দু’শ বছরের মধ্যেএই প্রথম সিংহাসন ত্যাগের ঘটনা ঘটছে।

আকিহিতোর বাবা সম্রাট হিরহিতোর মৃত্যুর পর ১০৮৯ সালের জানুয়ারি মাসে ৫৬ বছর বয়সে তিনি সিংহাসন লাভ করেন।

XS
SM
MD
LG