অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানের রাজকুমারী মাকো সাধারণ নাগরিককে বিয়ে করে রাজ পদবি ছেড়ে দিলেন


জাপানের প্রাক্তন রাজকুমারী মাকো ও তাঁর স্বামী কেই কোমুরো টোকিওতে একটি হোটেল সংবাদ সম্মেলনে তাদের বিয়ের কথা ঘোষণা করছেন, ২৬শে অক্টোবর, ২০২১, ছবি নিকোলাস দাতিচে/এপি
জাপানের প্রাক্তন রাজকুমারী মাকো ও তাঁর স্বামী কেই কোমুরো টোকিওতে একটি হোটেল সংবাদ সম্মেলনে তাদের বিয়ের কথা ঘোষণা করছেন, ২৬শে অক্টোবর, ২০২১, ছবি নিকোলাস দাতিচে/এপি

বিয়ের ঐতিহ্যগত আড়ম্বর ছাড়াই জাপানের রাজকুমারী মাকো মঙ্গলবার একজন সাধারণ নাগরিককে বিয়ে করলেনI তিনি বলেন তাদের বিয়ে ৩ বছর বিলম্বিত হয়েছে এবং যে বিয়ের বিরোধিতা করেছেন অনেকেই, "তবে হৃদয়ের মাধুরী মিশিয়ে বাঁচতে, এটা ছিল প্রয়োজনীয় সিদ্ধান্ত "I

কেই কোমুরোকে বিয়ে করতে মাকো তাঁর রাজ পদবি বিসর্জন দিয়েছেনI তিনি তাঁর নামের সাথে স্বামীর পদবি সংযুক্ত করেছেন এবং প্রথমবারের মত তিনি একটি পারিবারিক নাম গ্রহণ করলেনI বেশির ভাগ জাপানি মহিলাকে বিয়ের পর তাদের নিজস্ব পারিবারিক নাম পরিত্যাগ করতে হয়, কারণ, আইনানুযায়ী একটি দম্পতি শুধু একটি পদবি ব্যবহার করতে পারেনI

ইম্পেরিয়াল হাউসহোল্ড এজেন্সী জানায় মঙ্গলবার সকালে প্রাসাদের এক কর্মকর্তা দম্পতির বিবাহ সম্পর্কিত নথিপত্র জমা দেন এবং যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়I এই দম্পতির জন্য ছিল না কোনো বিয়ের অনুষ্ঠান বা ভোজের আয়োজনI এজেন্সী সূত্রে জানানো হয় বহু লোক তাদের এই বিয়েকে স্বাগত জানাননিI

মাকো টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে স্বামীর প্রতি সম্মানসূচক শব্দ ব্যবহার করে বলেন, "কেই -সান আমার কাছে অমূল্য, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে আমাদের বিয়েটা ছিল প্রয়োজনীয় সিদ্ধান্ত"I

এর জবাবে কোমুরো বলেন, "আমি মাকোকে ভালোবাসি, আমার জীবন একটাই এবং সেই জীবনটা আমি তাঁর সাথেই কাটাতে চাই যাঁকে আমি ভালোবাসি"I

আমার আশা, মাকো সানের সঙ্গে এক উষ্ণ ভালোবাসার সংসার হবে এবং তাঁকে সহায়তা করতে আমি আমার যথাসাধ্য করবো"I

প্রাসাদ থেকে জানানো হয়, মাকো রাজ পরিবার ছেড়ে দিতে তাঁর জন্য ধার্য্য করা ১৪০ মিলিয়ন ইয়েন বা ১০ লক্ষ ২৩ হাজার ডলার নিতে অস্বীকৃতি জানানI দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই হচ্ছেন রাজকীয় পরিবারের প্রথম একজন সদস্য যিনি এই অর্থ নেন নি এবংতিনি তা করেছেন তাঁর বিয়ের সমালোচনার কারণেI

সম্রাট নারুহিতো'র নাতি, মাকো বিয়ের ঠিক ৩দিন আগে ৩০ বছরে পা দেনI তিনি ও কোমুরো টোকিও'র ইন্টারন্যাশনাল খ্রীষ্টান বিশ্ববিদ্যালয়ে সহপাঠী ছিলেনI ২০১৭ সালে তারা পরের বছর বিয়ে করবেন বলে ঘোষণা করেছিলেন, তবে ২ মাস পরে কোমুরো'র মায়ের আর্থিক বিতর্ক দেখা দিলে তাদের বিয়ে স্থগিত হয়ে যায়I

XS
SM
MD
LG