অ্যাকসেসিবিলিটি লিংক

হিরোশিমার পারমাণবিক হামলার ৭৩তম বার্ষিকী উদযাপন


Japan
Japan

সোমবার জাপানের হিরোশিমার মেয়র পারমাণবিক বোমা হামলার ৭৩তম বার্ষিকীর অনুষ্ঠানে, সতর্ক করে বলেছেন, জাতীয়তাবাদের এক উত্তাল ঢেউ, বিশ্ব শান্তিকে হুমকীর মুখে ফেলেছে। হিরোশিমার মেমোরিয়াল পার্কের অনুষ্ঠানে মেয়র কাযুমি মাটসুই বলেন কিছু কিছু দেশ উত্তেজনা বাড়াচ্ছে। তিনি বলেন এই দেশগুলো নিজেরা পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণ করছে। কিন্তু তারা আত্মকেন্দ্রিক জাতীয়তাবাদ সুস্পষ্টভাবে প্রকাশ করছে। পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়ে মাটসুই জাপানকে নেতৃত্ব গ্রহণের জন্য আহ্বান জানান। টোকিও পারমাণবিক অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তির সদস্য নয়।
১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমাতে পারমাণবিক বোমা হামলায় ১লক্ষ ৭০,০০০ মানুষ প্রাণ হারায়। এর তিন দিন পর নাগাসাকিতে আরেকটি বোমা হামলায় নিহত হয় ৭০,০০০ বেশী মানুষ।

XS
SM
MD
LG