ইন্দোনেশিয়ার জাতিয় তল্লাসী ও উদ্ধার সংস্থা বলেছে এয়ার এশিয়া বিমানের যে অংশে অধিকাংশ যাত্রী আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে বৃহস্পতিবার ডুবুরীরা অভিযান চালাবেন।
সংস্থার প্রধান হেনরী বামবাং সোয়েলিস্টিও বলেন ঐ অংশটি জাভা সাগরের যেখানে বিমানের লেজ পাওয়া গেছে তা থেকে ৩ কিলোমিটর দূরে।
২৮শে ডিসেনম্বর ১৬২জন যাত্রী নিয়ে বিমানটি বিধ্ধস্থ হয়। এ যাবৎ ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।