অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে পেট্রো পন্যের মূল্য বৃদ্ধি বিষয়ে মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অবস্থান নিয়ে আলোচনা


ভারতে পেট্রোপন্যের মূল্য বৃদ্ধি নিয়ে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধ্যায় নতুন দিল্লির শরিক ইউ পি এ সরকারের বিপরিতে যে সাংঘর্ষিক অবস্থান নিয়েছেন তা নিয়ে বিস্তর আলোচনা-বিতর্ক-পর্যালোচনা হচ্ছে । নতুন দিল্লিতে নিযুক্ত কলকাতার আনন্দবাজার পত্রিকার ব্যুরো চীফ জয়ন্ত ঘোষাল এ সম্পর্কিত আলোচনায় বলেন - মমতা বন্দোপ্যাধ্যায় পশ্চিম বঙ্গে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ককে খুবই গুরুত্ব দিয়ে থাকেন এবং পেট্রো পন্যের মূল্য বৃদ্ধির বিপরিতে তাঁর এ সাংঘর্ষিক অবস্তানটাও মনে হয রাজনীতি তাড়িত সিদ্ধান্ত কেননা আম জনতার মনোভাব কি সেটা মমতা বন্দোপ্যাধ্যায়ের কাছে খুবই গুরুত্বপুর্ন । জয়ন্ত ঘোষাল মনে করেন ২০১৪ সালের লোকসভা নির্বাচনের বিষয়টিও মমতার সিদ্ধান্তের মধ্যে প্রতিফলিত হয়ে থাকতে পারে ।

XS
SM
MD
LG