অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের দোকানগুলিতে ক্রেতাদের সংখ্যা নিয়ন্ত্রণে রোগপ্রতিরোধ নিয়ন্ত্রক সংস্থা অথবা সিডিসির নির্দেশ


যুক্তরাষ্ট্রে মুদি দোকানের শ্রমিক অর্থাৎ কর্মচারীদের কি পুলিস, দমকল কর্মী অর্থাৎ বিপদের সময় প্রথমেই যারা আমাদের সাহায্যে এগিয়ে আসেন তাদেরই সমতুল্য বলে বিবেচনা করা উচিত?

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে কোয়ারান্টাইন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু এই সাবধানতামূলক ব্যাবস্থা নেওয়া সত্ত্বেও মুদি দোকানের কয়েক ডজন শ্রমিক COVID-19 এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং আরও হাজার হাজার কর্মচারী COVID-19 ভাইরাসের পরীক্ষায় পসিটিভ অর্থাৎ ইতিবাচক ফল পেয়েছেন। বেকারত্ব বেড়ে যাওয়া সত্ত্বেও কিন্তু এই সব লোকেরা তাদের মুদি দোকানগুলিতে কাজে যেতে ভয় পাচ্ছেন, এবং আগের মত যে কোন ঝুঁকিপূর্ণ কাজে স্বেচ্ছাসেবক পাওয়া খুবই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

মারাত্মক এই করোনভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মুদি দোকানের ক্রেতারা সামাজিক দূরত্বের নিয়মগুলি অবশ্যই প্রয়োগ করছেন। শুধু তাই নয় তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন এবং ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য অন্যান্য কঠোর নির্দেশিকা গুলিও অনুসরণ করছেন।

আজকের স্বাস্থ্য ও বিজ্ঞান পর্বে ভিওএর সংবাদদাতা Elena Wolf এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।


XS
SM
MD
LG