WHO অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তর্ভুক্ত International Agency for Research on Cancer অর্থাৎ কর্কট রোগের গবেষণায় নিযুক্ত আন্তর্জাতিক সংস্থাটির হিসেব অনুযায়ী ২০১৮ সালে কর্কট রোগে আক্রান্তের সংখা ১ কোটি ৮০ লক্ষেরও বেশী বৃদ্ধি পেয়েছে, এবং এই বছরে অর্থাৎ ২০১৮ সালে এই রোগে মৃত্যু হয়েছে ৯৬ লক্ষ মানুষের।
এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Lisa Schlein এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ।