ডঃ সোমনাথ সরকার ঠাকুরপুকুর ক্যান্সার গবেষণা কেন্দ্র এবং রুবি জেনারেল হাসপাতালের ক্যাান্সার চিকিৎসা বিভাগের সঙ্গে যুক্ত রয়েছেন।
তিনি আমাদের বলেন কীভাবে ঠাকুরপুকুর ক্যান্সার গবেষণা কেন্দ্র এই করোনাভাইরাসের সংক্রমণ থেকে রোগীদের বাঁচানোর জন্য সমস্ত রকম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি বলেন, এই উদ্বেগের কারণে হাসপাতালে প্রবেশ করছে এরকম যে কোনও ব্যক্তিকে স্যানিটাইজ করা হচ্ছে এবং চেকপয়েন্টটি হল হাসপাতালের মূল ফটক, যার মাধ্যমে অ্যাম্বুলেন্স এবং রোগীদের স্বজনরা আসছেন। তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে একজন ক্যান্সারের রোগীর সহজেই মৃত্যু হতে পারে, কেননা এই সব রোগীর দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা মারাত্মক ভাবে কমে যায়।