পশ্চিম লিবিয়ায় ইসলামিক ষ্টেট ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের করা বিমান হামলা সম্পর্কে আলহুররার সঙ্গে দেয়া এক সাক্ষাৎকারেপেন্টাগন মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, এই অভিযান এই মুহুর্তে বলা যায়, সফল। তিউনিসিয়ায় যেমনটি ঘটিয়েছিল তেমনি লিবিয়াসহ বিভিন্ন স্থানে জঙ্গীদের বড় কোনো নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল। তা আমরা বন্ধ করে দিতে পেরেছি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা কোনো ভুল করছি না। আমরা সার্বক্ষনিক যোগাযোগ রেখেছি এবং আইসিল নির্মুলে আমরা ইরাক ও সিরিয়ার পাশাপাশি এখন লিবিয়ায়ও তাদের ঘাঁটিতে হামলা চালানো শুরু করেছি; বিশেষ করে লিবিয়ায় তারা যে একটা বড় হামলা করার পরিকল্পনা করছিল তা নস্যাৎ করতে পেরেছি।
তিনি বলেন লিবিয়ায় যেখানে আক্রমণ করা হয়েছে, আমরা নিশ্চিত যে সেটি একটি আইসিল প্রশিক্ষন শিবির ছিল। এবং তারা লিবিয়ার বাইরে বড় হামলার পরিকল্পনা করছিল। ৬০ জন জঙ্গীর প্রশিক্ষন হচ্ছিল সেখানে। এটা সময়োগযোগি একটি অভিযান হয়েছে। বড় একটি হামলার পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে।