যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিমও আরব বিশ্বে কিছু অংশে নতুন করে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে।
রবিবার বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে লেবানিজ নিরাপত্তা বাহিনী লেবানিজ ও ফিলিস্তিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে জলকামান ও কাদানে গ্যাস ব্যবহার করে।
বৈরুতে প্রতিবাদকারীরা দূতাবাস লক্ষ্য করে পাথর ইট পাটকেল নিক্ষেপ করে এবং আমেরিকান ও ইসরায়েলী পতাকা সহ ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ায়।
হাজার হাজার ফিলিস্তিনী শরণার্থী লেবাননে বাস করে।
ইন্দোনেশিয়ায় হাজার হাজার বিক্ষোভকারী রবিবার রাজধানীতে আমেরিকান দুতাবাসের বাইরে বিক্ষোভ করে। জর্ডান, তুরস্ক, পাকিস্তান, মালায়েশিয়া, মিশর এবং ইসরায়েল সংলগ্ন ফিলিস্তিনী অঞ্চলে বিক্ষোভ হয়।
সুইডেনের গথেনবার্গ শহরে একটি সিনেগগে হাতবোমা ছোড়ার জন্য, পুলিশ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে।