ট্রাম্প প্রশাসনের প্রথম একশ দিনে কায়রোর সঙ্গে অব্যাহত সুসম্পর্কের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বৃহস্পতিবার মিশর সফর করেন।
ম্যাটিস কায়রোয় বৈঠক করেন মিশরের প্রতিরক্ষামন্ত্রী সেদকি সোভি এবং প্রেসিডেন্ট অবদেল ফাত্তাহ আস সিসির সঙ্গে। আস সিসি গতমাসে প্রথম মিশরীয় প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্র সফর করেন। এর আগে ২০০৯ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় সফর করেছিলেন সাবেক মিশরীয় প্রেসিডেন্ট হোসনী মুবারক।
২০১১ সালে এক রাজনৈতিক আন্দোলনের মুখে মুবারক ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন।
কায়রো সফর শেষে জিম ম্যাটিস ইসরাইলের উদ্দেশ্য রওনা হন এবং পরে সৌদী আরব যাবার কথা রয়েছে।