অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় রাসায়নিক হামলা বিষয়ে তদন্তে যুক্তরাষ্ট্র সময় চায়


সিরিয়ায় রাসায়নিক হামলা বিষয়ে তদন্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দেয়া প্রস্তাবের ওপর গঠিত Joint Investigative Mechanism (JIM) বিষয়ে বৃহস্পতিবার ভোট গ্রহন করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। Joint Investigative Mechanism (JIM) এর নবায়ন না হলে তদন্ত আর করা সম্ভব হবে না।

যুক্তরাষ্ট্রের তরফে নিরাপত্তা পরিষদকে আরো এক বছরের জন্য Joint Investigative Mechanism (JIM) এর মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। দুই বছর আগে ঐ দলটি তদন্ত কাজ শুরু করে। ইতিমধ্যেই বেশ কয়েকটি রিপোর্টও তারা জমা দে যাতে খান সেইখন শহররে সারিন গ্যাস সহ রাসায়নিক হামলায় সিরিয়া সরকারের সম্পৃক্ততার কথা উইল্লেখ করা হয়।

XS
SM
MD
LG