অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নব্য-জেএমবি'র দুইজন গুরুত্বপূর্ণ সদস্য গ্রেফতার


বাংলাদেশের পুলিশ জানিয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন নব্য-জেএমবি'র দুইজন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেফতার করেছে। বগুড়া থেকে তাদের বুধবার রাতে আটক করা হয়।

পুলিশের দাবি মোতাবেক গ্রেফতারকৃতদের একজন হাদিসুর রহমান সাগর ২০১৬ সালের জুলাইয়ে ঢাকার গুলশানের হলি আর্টিজান হামলা-যাতে ১৮জন বিদেশীসহ মোট ২৯জন নিহত হন-তার অন্যতম সমন্বয়কারী ও অস্ত্রের মূল যোগানদাতা এবং অন্যজন আকরাম হোসেন গত বছরের ১৫ আগস্ট পান্থপথে বোমা হামলার মূল পরিকল্পনাকারী। আকরাম নব্য-জেএমবির বর্তমান অন্যতম সমন্বয়কারী ও অর্থদাতা বলে পুলিশ বলছে।

বগুড়ার পুলিশ দুইজনকে ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কাছে হস্তান্তর করেছে। অবশ্য এ ব্যাপারে পুলিশ বিস্তারিত আর কিছুই জানায়নি।

please wait

No media source currently available

0:00 0:00:36 0:00




XS
SM
MD
LG