কলকাতা থেকে ৪ জেএমবি জঙ্গিকে আটক করা হয়েছে।। মধ্য কলকাতার শিয়ালদহ ও অপু কলকাতা মহানগরীর পার্শ্ববর্তী জেলা হাওড়া হাওড়া স্টেশন থেকে তাঁদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের পুলিসি এফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ প্রশাসন সূত্রের খবর ইসলামিক স্টেটের নথিপত্র-সহ বহু নথি মিলেছে তাঁদের কাছে। দীর্ঘদিন ধরেই শহরে আত্মগোপন ছিল ৬ জনের একটি দল। পুলিশের এস টি এফ এর দল খবর পেয়েই প্রথমে শিয়ালদহ স্টেশন থেকে আটক করে ২ জঙ্গিকে। এরপর তাঁদের জেরা করে জানা যায় আরও ২ জন পালানোর ছক কষছে হাওড়া স্টেশন থেকে। এরপর সেখানে যায় STF-এর একটি দল। সেখান থেকে ফের দুজনকে আটক করা হয়। জানা গেছে, এটি একেবারেই নতুন জঙ্গি সংগঠন। কেন তাঁর এখানে এসেছিল, কী ছিল তাঁদের উদ্দেশ্য, পুরো বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। জঙ্গিদের নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাতে আজই ব্যাঙ্কসাল কোর্টে আবেদন জানায় পুলিস।জানা যাচ্ছে তাঁদের মূল উদ্দেশ্য ছিল ভারত এবং বাংলাদেশে নাশকতামূলক কাজ করা। সম্ভবত এখান থেকে ফান্ড সংগ্রহ করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। উল্লেখ করা যেতে পারে এর আগেও শিয়ালদহ স্টেশন থেকে মণিরুল ইসলাম নামে এক জেএমবি জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ।
কলকাতা সংবাদদাতা পরমাসিষ ঘোষরায়ের প্রতিবেদন।