অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন নির্বাচনী স্টাফ লক্ষ্য করে চীনা হ্যাকারদের নজরদারি


গুগল সংস্থা এ মাসের শুরুতে জানায়, তারা প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, জো বাইডেনের নির্বাচনী স্টাফদের লক্ষ্য করে চীন সমর্থিত হ্যাকারদের নজরদারির আলামত পেয়েছেন I যদিও এসব তৎপরতা নির্বাচনী কোনো নিরাপত্তা ভঙ্গ করেনি, তবে মনে করে দিয়েছে ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপের কথা I

সমীক্ষকেরা জানান, তাদের প্রাথমিক এসব নজরদারির লক্ষ্য ছিল, চীনের ওপর বাইডেন কি ধরণের নীতি গ্রহণ করবেন, তার একটা ধারণা করা I তবে ইচ্ছা করলে তারা অসাধু কোনো উদ্দেশ্যও চরিতার্থ করতে পারে আগামী নির্বাচনে I

XS
SM
MD
LG