অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদের মনোনয়ন গ্রহণ করলেন জো বাইডেন 


ডেমোক্র্যাটিক দলীয় ভার্চুয়াল সম্মেলনে, বৃহস্পতিবার রাতে, প্রেসিডেন্ট পদের মনোনয়ন গ্রহণ করলেন জো বাইডেনI তাঁর ভাষণে জো বাইডেন আমেরিকার কালো যুগের অবসানের প্রত্যয় ব্যক্ত করেনI তিনি বলেন,একত্রিত হয়েই আমরা এই কালো যুগের অবসান ঘটাবোI এটাই আমাদের মুহূর্ত, এটাই আমাদের সামনের পানে এগিয়ে চলার অভিযানI তিনি আমেরিকান জনগণকে ভয়-ভীতি ছেড়ে আশার আলোয় উদ্দীপ্ত হবার আহ্বান জানানI

তিনি বলেন,নভেম্বরে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলে, তাঁর প্রথম কাজটি হবে, করোনা সঙ্কট দমনে জাতীয় একটি পরিকল্পনার বাস্তবায়ন,যেখানে রোগ সনাক্তরণ পরীক্ষা হবে দ্রুত এবং দ্রুত ফলাফল পাওয়া যাবেI তিনি বলেন, রাজনীতিকে বাইরে রেখে, বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ পরামর্শ মেনে, আমাদের স্বাস্থ্য কর্মসূচি পরিচালিত হবেI দেশাত্মবোধক কর্তব্য ভেবে, মাস্ক পরার নীতি অনুসরণ করতে হবে,যাতে বহু জীবন রক্ষা করা যায়I

পররাষ্ট্রনীতি বিষয়ে জো বাইডেন রাশিয়ার ব্যপারে কঠোর মনোভাব ব্যক্ত করেনI তিনি বলেন,আমেরিকান সেনাদের জীবনের বিনিময়ে রাশিয়ার অর্থ পুরস্কারের ঘোষণাকে উপেক্ষা করা যাবে নাI

তরুণদের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, তরুণরাই আজ দেশে বেশি সোচ্চারI তারাই আজ ডাক দিয়েছেন বৈষম্য আর অবিচারের বিরুদ্ধে, তারাই সোচ্চার হয়েছেন অর্থনীতি,বর্ণবাদী ও পরিবেশগত অবিচারের বিরুদ্ধেI

XS
SM
MD
LG