অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার প্রয়াসে জর্ডানে জন কেরী


ইসরাইল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া এগিয়ে নেয়ার প্রয়াসে নেয়া কর্মসূচীর অংশ হিসাবে আলোচনার উদ্দেশ্যে যুক্তরাস্ট্রের পররাস্ট্রমন্ত্রী জন কেরী বর্তমানে জর্ডানে অবস্থান করছেন।

পররাস্ট্র মন্ত্রনালয় সূত্র জানিয়েছে লোহিত সাগরের বন্দর শহর আকাবায় শুক্রবার জন কেরী জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে বৈঠক করছেন। তাঁর এই শান্তি প্রক্রিয়ার প্রয়াসে চলমান নানা কর্মসূচীর সমন্বয়ে একটি শান্তি চুক্তির খসড়া এপ্রিলের শেষ নাগাদ প্রস্তুিত হবে বলে আশা করেন জন কেরী।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা করেন, এই শান্তি প্রক্রিয়ায় তাঁর প্রতিপক্ষ, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলকে একটি ইহুদী স্বাষ্ট্র হিসাবে সঈকৃতি দিক।

অপরদিকে মিষ্টার আব্বাস তা করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন এতে করে আরব ইসরাইলি নাগরিক এবং ফিলিস্তিনি শরনার্থীরা যারা তাদের দেশের বাড়ীতে ফিরে আশার জন্য প্রত্যাশী তারা চরম বিপদে পড়বেন।

কেরীচেষ্টা করছেন দুই নেতার মধ্যে একটি সমঝোতায় উপনীত করাতে যাতে ফিলিস্তিন এবং ইসরাইল একে অপরকে ভিন্ন ভিন্ন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়।
XS
SM
MD
LG