অ্যাকসেসিবিলিটি লিংক

শিশু সন্তানকে নিয়ে ম্যাকেইনের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন পুলিশ অফিসার শামছুল হক


সেনেটর জন ম্যাকেইনের শবদেহ গতকাল শুক্রবার ওয়শিংটনের ক্যাপিটল হিলের রুটান্ডাতে রাখা হয়েছিল সেখানে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা শ্রদ্ধা-ভালোবাসায় অন্তিম বিদায় জানান সেনেটর জন ম্যাকেইনকে ।

সেই অুষ্ঠানে যোগ দিতে (NYPD) নিউইয়র্ক পুলিশ বিভাগের অফিসার, লিউটেনেন্ট শামছুল হক আপনি আপনার সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন নিউইয়র্ক থেকে। আমাদের স্টুডিওতে স্বাগত আপনাকে। আমরিকান রাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে কাজ করে, জন ম্যাকেইনের মৃত্যুর মধ্য দিয়ে সেটা আবার নতুন করে প্রমাণিত হলো। আমি দেখছিলাম আপনি নিউইয়র্ক থেকে রওনা হবার আগে ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, কেন আপনি আপনার ৭ বছরের সন্তানকে নিয়ে ওয়াশিংটনের পথে। আপনার কাছ থেকেই শুনতে চাই।

please wait

No media source currently available

0:00 0:05:27 0:00
পুলিশ অফিসার শামছুল হক
পুলিশ অফিসার শামছুল হক

XS
SM
MD
LG