অ্যাকসেসিবিলিটি লিংক

Magnitsky মানবাধিকার পুরস্কারে ভূষিত প্রয়াত সেনেটর ম্যাককেইন


যুক্তরাষ্ট্রের প্রয়াত সেনেটর, John Mccain কে মরণোত্তর ২০১৮ সালের Magnitskyমানবাধিকার পদক দেয়া হয়েছে I এই পুরস্কারের মাধ্যমে রাশিয়ায় মানবাধিকারের জন্য যারাই সোচ্চার বা লড়েছেন, তাদের স্বীকৃতি দেয়া হয় I Sergei Magnitsky নামের একজন মানবাধিকার আইনজীবী, যাকে ২০০৯ সালে মস্কোর একটি কারাগারে হত্যা করা হয়েছিল, তাঁরই নামানুসারে এই পদক চালু করা হয় I

মানবাধিকারের প্রতি সোচ্চার, প্রয়াত সেনেটর Mccain আগাগোড়াই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যকলাপের সমালোচনা করে গেছেন I অগাস্ট মাসে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে নন্দিত এই সেনেটর পরোলোক গমন করেন I

XS
SM
MD
LG