অ্যাকসেসিবিলিটি লিংক

জঙ্গী নেতাদের লক্ষ্য করে অভিযান চালাবে ভারত


ভারত সরকারের ধারণা, কাশ্মিরে ইসলামের সবচেয়ে রক্ষণশীল যে ওয়াহাবী ভাবধারা, সেটাই প্রচার করতে চায় জঙ্গীরা। অথচ, এত কাল কাশ্মিরে সুফি ইসলামের উদার চিন্তাধারাই গুরুত্ব পেয়ে এসেছে। উদ্বিগ্ন সরকার কিন্তু ওখানে ওয়াহাবী রাজত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা আটকাতে দৃঢ়প্রতিজ্ঞ। তারই সঙ্গে সরকার স্থির করেছে, জঙ্গীদের সঙ্গে আপাতত কোনও আলোচনা নয়। সাধারণ মানুষকে আঘাত না করে প্রধানত জঙ্গী নেতাদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী যেন কঠোর হয়, সেটাই চাইছে সরকার। ক্রমাগত কঠোর অবস্থান আস্তে আস্তে জঙ্গীদের নরম করে ফেলবে, এমনই মনে করছেন শীর্ষ সরকারী আধিকারিকেরা। এ-ও ভাবা হয়েছে, স্থানীয় সাধারণ মানুষের মনে যেন নানান কারণে ক্ষোভ না জমে, সেটা খেয়াল রাখতে হবে। অতীতে ওই ক্ষোভকে জঙ্গীরা কাজে লাগিয়ে ক্ষেপিয়ে তোলবার চেষ্টা করে। তা আর হতে দেওয়া যাবে না।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

XS
SM
MD
LG