সেনা অভিযানে বাধা দিলে সেনারা গুলি চালাবে বলে যে হুঁশিয়ারী দিয়েছিলেন ভারতের সেনাপ্রধান, জেনারেল বিপিন রাওয়াত, তাকে সমর্থন করে প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর শুক্রবার বললেন, এ ব্যাপারে সেনাকে খোলা হাতে কাজ করবার অনুমতি দেওয়া হয়েছে। তবে এমন নয়,কাশ্মিরের সব মানুষই সমর্থন করেন জঙ্গীদের। কিন্তু জঙ্গীদমন অভিযানে বাধা দিলে ফল ভুগতেই হবে। কাজেই সেনাপ্রধান ভুল কিছু বলেন নি। কংগ্রেস নেতৃত্ব অবশ্য এই কঠোর মনোভাবের নিন্দা করেছেন। একই মত কাশ্মিরের বিভিন্ন নেতাদের। ওঁরা বলছেন, রাজ্যের যুবকদের নির্বিচারে হত্যা করতে চাইছে নাকি সেনাবাহিনী? আবার, বিজেপি বলছে, সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে আনাটা ঠিক নয়।