অ্যাকসেসিবিলিটি লিংক

জর্ডনের বাদশা ৩ দিনের সফরে ভারত গেছেন


Jordan's King Abdullah II

বৃহস্পতিবার ৩ দিনের ভারত সফরে দিল্লিতে পৌঁছলেন জর্ডনের বাদশা দ্বিতীয় আবদুল্লা। দুই রাষ্ট্রপ্রধানই জোর দিলেন ধর্মের সঙ্গে সন্ত্রাসকে জড়িয়ে না ফেলতে। যুবসমাজ যেন একা হয়ে সন্ত্রাসের পথে না যায়, তার ওপর জোর দিলেন আবদুল্লা। পৃথিবীতে এখন সব ধর্মের লড়াই চলছে ঘৃণা ও হিংসার সঙ্গে। পৃথিবী বাঁচুক এক পরিবারের মত। আবদুল্লা স্মরণ করিয়ে দেন, ইসলাম মোটেই তরুণদের হিংসার পথে যেতে বলে না। মোদি জর্ডনের প্রশংসা করেন ধর্মীয় গোঁড়ামিকে প্রশ্রয় না দেওয়ার নীতির জন্য। প্রধানমন্ত্রীর পরামর্শ, মুসলিমদের এক হাতে থাকুক কমপিউটার, অন্য হাতে কোরান। ভিন ধর্মের বিরুদ্ধে নয়,লড়াই হোক গোঁড়ামির বিরুদ্ধে। মনের ভাবনায় যেন অন্য ধর্মের বিরুদ্ধে সন্ত্রাসের কথা প্রশ্রয় না পায়।

বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG