অ্যাকসেসিবিলিটি লিংক

জর্ডানে সিরিয়ার সীমান্তের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে ৬ জন নিহত


Omar Al-Zuhbe, right, father of Belal Al-Zuhbe, one of the solders killed in an attack on a border military post near a camp for Syrian refugees, cries during his son's funeral in Jerash, north of Amman, Jordan, June 21, 2016.
Omar Al-Zuhbe, right, father of Belal Al-Zuhbe, one of the solders killed in an attack on a border military post near a camp for Syrian refugees, cries during his son's funeral in Jerash, north of Amman, Jordan, June 21, 2016.

জর্ডানের সেনা বাহিনীর এক কর্মকর্তা বলেছেন মঙ্গলবার সিরিয়ার সঙ্গে জর্ডানের সীমান্তে এক গাড়ি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ৬ সৈনিক নিহত হয়, আহত হয় অন্যান্য ১৪ জন।

রুকবান এলাকায় ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে হাজার হাজার মানুষ যারা সিরিয়ার সহিংসতা থেকে পালানোর জন্য জর্ডানে প্রবেশ করতে চাইছে তারা আশ্রয় নিয়েছে।

তাৎক্ষনিক কেউ আক্রমণের দায় স্বীকার করেনি। জর্ডানের সেনা বাহিনী থেকে বলা হয় যে তারা অন্যান্য কয়েকটি মোটরযান যেগুলো ওই ঘটনায় সংশ্লিষ্ট ছিল তা ধ্বংস করে ফেলেছে। বিস্তারিত আর কিছু বলা হয়নি।

জাতিসংঘ ইতোমধ্যে জর্ডানে ৬ লক্ষ ৫০ হাজার শরনার্থীকে নিবন্ধভুক্ত করেছে।

XS
SM
MD
LG