হংকং আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর, JOSHUA WONG বার্লিনের তড়িৎ সফর শেষে, তাদের আন্দোলনের প্রতি সমর্থন আদায়ের লক্ষে বর্তমানে ওয়াশিংটন সফরে রয়েছেন I ছাত্রনেতা, WONG কে জামিনে থাকা অবস্থায় আন্তর্জাতিক সফরের অনুমতি দিয়েছে হংকং কর্তৃপক্ষ I তাঁর বিরুদ্ধে কর্তৃপক্ষ ৩মাস ব্যাপী বিক্ষোভ আন্দোলনের জন্য বিভিন্ন অভিযোগও এনেছে I ওয়াশিংটনে তিনি আইনপ্রণেতা, মানবাধিকার প্রবক্তা এবং নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে ছাত্রদের সঙ্গে মতো বিনিময় করবেন I
এ সপ্তাহের প্রথম দিকে বার্লিনে এক সংবাদ সম্মেলনে WONG বলেন, হংকং বিশ্বের কাছে শিক্ষণীয় এক দৃষ্টান্ত হতে পারে I