অ্যাকসেসিবিলিটি লিংক

বছরের প্রথম সাত মাসে একশো দুই জন জঙ্গি খতম হয়েছে জম্মু ও কাশ্মীরে


ভারতের প্রথম সারির সংবাদ সংস্থা পিটিআই, এ এন আই ও ভারতের বিভিন্ন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যম সূত্রের খবর চলতি বছরে জম্মু ও কাশ্মীরে একশোর বেশি জঙ্গি কে নিহত করেছে দেশের নিরাপত্তা-বাহিনী। এখনও হিট-লিস্টে অনেক নাম রয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর বহু জঙ্গির নামের তালিকা তৈরি করেছে নিরাপত্তাবাহিনী। ইতিমধ্যে সেই তালিকায় নাম থাকা দক্ষিণ কাশ্মীরে ছয় পুলিশকর্মী হত্যার অন্যতম অভিযুক্ত লস্কর কম্যান্ডার বশির লস্করি এবং হিজবুল নেতা সবজার আহমেদ ভট্টকে খতম করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে গত আঠাশে মে নিহত হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির ঘনিষ্ঠ সহযোগী সবজার ভট্টকে দক্ষিণ কাশ্মীরের ত্রালে খতম করে বাহিনী এবং গত পয়লা জুলাই অনন্তনাগে খতম হয় লস্করি এবং আরেক লস্কর জঙ্গি আজাদ মালিক।

প্রসংগত বলা যেতে পারে লস্করির নাম অনন্তনাগের আচ্ছাবল জেলায় গত ষোলই জুন ছয় পুলিশকর্মী হত্যার ঘটনায় উঠে এসেছিল। জম্মু ও কাশ্মীর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান বারোই জুলাই পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম সাত মাসে একশো দুই জন জঙ্গি খতম হয়েছে। ওই আধিকারিক জানান, বেশিরভাগ এনকাউন্টার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, শোপিয়ান ও অনন্তনাগ জেলায় হয়েছে। এছাড়া উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বান্দিপোরাতেও বেশ কিছু জঙ্গি নিহত করা হয়েছে।ওই আধিকারিক জানান, জঙ্গি অভিযানে অংশ নিচ্ছে আধাসারমিক বাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ দল।

please wait

No media source currently available

0:00 0:01:33 0:00

XS
SM
MD
LG