পাকিস্তানের কে-টু পর্বতশৃঙ্গের অভিযানে অংশগ্রহণকারী, তিনজন পর্বতারোহী এখনো নিখোঁজ রয়েছেনI এ মাসের শুরুতে সমাপ্তি রেখার খুব কাছেই তারা নিখোঁজ হয়ে যানI পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ, কে-টু'র অভিযানে অংশগ্রহণকারী সদস্য, আইসল্যান্ডের জন স্নোরী, চিলের জুয়ান পাবলো মোহর এবং পাকিস্তানের মুহাম্মদ আলী সাদপারা, ৫ই ফেব্রূয়ারি তাদের ক্যাম্পের সঙ্গে যোগাযোগ হারানI
এই শৃঙ্গে পৌঁছানো, প্রথম ব্রিটিশ-আমেরিকান পর্বতারোহী, ভ্যানেসা ওব্রায়েন রবিবার বলেন, তাদের বিরুদ্ধে অভাবনীয় তল্লাশি অভিযান চলছেI তাদের বেঁচে থাকার সম্ভাবনার কথা জিজ্ঞাসা করা হলে, ভ্যানেসা বলেন, তা সঠিক আমি জানিনা, তবে প্রতিদিনই তাদের পরিবার-পরিজন, তাদের দেশ, ভালোবাসায় তাদের সিক্ত করে যাচ্ছেনI