অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গে আরোহন করলেন নেপালের আরোহীরা 


gilgit baltistan
gilgit baltistan

K2 নামে পরিচিত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গের ২৮,২৫১ ফুট উঁচুতে আরোহন করে ইতিহাস সৃষ্টি করলেন নেপালের সাহসী পর্বত আরোহীরা I তবে তাদের এই বিজয়ের দিনেই তারা পান, তাদের এক সতীর্থ আরোহী, স্পেনের সের্গেই মিনগোতে নামের পর্বত আরোহীর মৃত্যুর খবর, যিনি শৃঙ্গের খুব কাছেই পা পিছলে পড়ে যান I

K2 শৃঙ্গটি চীনের সীমান্তের কাছে, পাকিস্তানের কারাকোরাম অঞ্চলে অবস্থিত I K2 পর্বত শৃঙ্গকে বিশ্বের সবচাইতে ঝুঁকিপূর্ণ শৃঙ্গ বলে মানেন পর্বত আরোহীরা I

XS
SM
MD
LG