অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের উইসকানসিন য়ুনিভার্সিটির শিক্ষক, অর্থনীতিবিদ প্রফেসার ফরিদা সি খানের সাক্ষাত্কার


উইসকানসিন য়ুনিভার্সিটির শিক্ষক , অর্থনীতিবীদ প্রফেসার ফরিদা সি খান মনে করেন বাংলাদেশে গত কয়েক দিনের ভেতরে ন’টি বানিজ্যিক ব্যাঙ্কে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক যে অনুমোদন মঞ্জুর করেছে তা বাংলাদেশের যাঙ্ক ব্যবস্থা তথা অর্থনীতির জন্যে , বানিজ্যের স্বার্থে শুভ ফলাফল বয়ে আনবে । এতে করে ব্যাঙ্কিং ব্যবস্থায় আরো বেশি প্রতিদ্বন্দীতা সৃষ্টি হবে এবং সেটা দেশের জন্যে ভালো হবে । ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে ডক্টর ফরিদা খান একথা বলেন ।

XS
SM
MD
LG