অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুল বিমানবন্দর এখন তালিবানের দখলে


সরকারি তথ্য কেন্দ্রে সাংবাদিক সম্মেলনে ভাষণ দিচ্ছেন তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ, ফাইল ছবি, ১৭ই অগাস্ট, ২০২১ -এপি
সরকারি তথ্য কেন্দ্রে সাংবাদিক সম্মেলনে ভাষণ দিচ্ছেন তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ, ফাইল ছবি, ১৭ই অগাস্ট, ২০২১ -এপি

তালিবান গোষ্ঠী মঙ্গলবার ,আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশিসৈন্য প্রত্যাহারকে, তাদের কথায়"অন্যান্য আগ্রাসীর জন্য শিক্ষা " হিসাবে উদযাপন করে, তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও বাদবাকি বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ার ইচ্ছাও ব্যক্ত করেI

বিমানবন্দরের টারমাকে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়, তালিবানের শীর্ষ মুখপাত্র, জাবিউল্লাহ মুজাহিদ আফগানিস্তানকে অভিনন্দন জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র পরিচালিত সেনাদের প্রস্থান ছিল আমাদের জন্য বিজয়, “যে বিজয় আমাদের সবার” তবে তালিবান প্রশাসন কেমন হবে, তার একটা ইঙ্গিতও দৃশ্যত তিনি দিয়েছেনI

তালিবান গ্ৰুপের চৌকষ 'বাদরি বাহিনী' পরিবেষ্টিত হয়ে মুখপাত্র মুজাহিদ, আফগান জনগণের প্রতি রূঢ় আচরণ না করার জন্য তাদের সতর্ক করে দেনI তিনি বলেন, আফগান জনগণের প্রতি ভদ্র ও সদয় থাকুন,যেটার যোগ্য তারা। তিনি তাদের স্মরণ করিয়ে দেন যে তারাই আফগান জনগোষ্ঠীর 'খেদমতগার' এবং নিজস্ব জনগণের বিরুদ্ধে তারা রূঢ় আচরণ করতে পারেন নাI

তালিবান গোষ্ঠী, যথাশীঘ্র বাণিজ্যিক উড়ানের জন্য বিমানবন্দর চালু করে দেবার প্রতিশ্রুতি দিয়েছেI তবে কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণের প্রথম দিনগুলিতে বিমানবন্দরের কিছু অবকাঠামো বিনষ্ট হয়, যখন ঐ জঙ্গি গোষ্ঠীটিরআগমনে ভীতসন্ত্রস্ত আফগান জনগণ দেশত্যাগের জন্য বিমানবন্দর ও টারমাকে জড়ো হতে থাকেনI

প্রেসিডেন্ট বাইডেনের দেয়া চূড়ান্ত সময়সীমা, ৩১শে আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সর্বশেষ সেনাদল আফগানিস্তান ত্যাগ করেছে I

XS
SM
MD
LG