অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুলে জানাজা মিছিলে বিস্ফোরণে নিহত ১০


আজ কাবুলে একজন সেনেট সদস্যের ছেলের জানাজায় তিনটি বিস্ফোরণ ঘটলে কমপক্ষে দশজন নিহত হয়েছে। শুক্রবার আফগান রাজধানীতে প্রতিবাদ সমাবেশে ঐ সেনেটারের পুত্র নিহত হয়।

সেনেটার আলম ইজাদিয়ারের ছেলের জানাজায় , আফগানিস্তানের প্রধান নির্বাহী আবুল্লাহ আব্দুল্লাহ সহ , সে দেশের বহু পদস্থ কর্মকর্তা এবং সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

বুধবারের ট্রাক বোমা বিস্ফোরণের পর শুক্রবার থেকে আজ শনিবার পর্যন্ত প্রতিবাদস্বরূপ কাবুলের বেশির ভাগ অঞ্চলেই হরতাল চলছে। আরো উন্নত ধরণের নিরাপত্তা ব্যবস্থা দাবি করার সময়ে কাবুলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘাত হয় এবং তাতে অন্তত চার জন আফগান নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন শত শত পাথর নিক্ষেপকারী বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে পুলিম ৫ রা্উন্ড গুলি চালায়।

রমজান মাসের শুরুতেই ট্রাক বোমা বিস্ফোরণে ৯০ জন নিহত এবং সাড়ে চার শ' জন আহত হবার পর থেকে সেখানে মানুষের ক্ষোভ বেড়েই চলেছে। গতকাল এক হাজারের ও বেশি বিক্ষোভকারি , যাদের হাতে ছিল বোমা হামলায় নিহতদের ছবি , প্রেসাডেন্ট ভবনের দিকে এগিয়ে যায় এবং আফগান সরকারের পদত্যাগ দাবি করে।

.

XS
SM
MD
LG