আফগান কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকালের দিকে কাবুলে আত্মঘাতী এক বোমা আক্রমণে অন্তত ২জন তদন্ত কর্মকর্তা এবং ৪জন অসামরিক লোক নিহত এবং ঐ ঘটনায় আরও ২ জন আহত হন।
রাজধানী কাবুলে ব্যস্ত একটি রাস্তার ধারে এক নিরাপত্তা চৌকির কাছেই বোমা আক্রমণের ঘটনাটি ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেন, হামলাকারী সম্ভবত অসামরিক গাড়ীতে ধাক্কা না লাগিয়ে আফগান নিরাপত্তা বাহিনীর সেনাদের লক্ষ্য করেই হামলা চালাতে চেয়েছিল।
ইসলামিক ষ্টেট দল তাদের সংবাদ মাধ্যম ‘আমাক’কে বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। ঐ হামলার এক সপ্তাহ আগে ইসলামিক ষ্টেট কাবুলে অবস্থিত ন্যাশনাল ডাইরেক্টোরেইট অব সিকিউরিটির প্রশিক্ষণ কেন্দ্রে বোমা হামলারও দায়িত্ব স্বীকার করেছে।