প্যারিসের মেয়র বলেছেন আফগানিস্তানের রাজধানীতে ট্রাক বোমা বিস্ফোরণে যে বিপুল সংখ্যক মানুষ নিহত হয় এবং শত শত মানুষ আহত হয় তাদের সম্মানে আইফেল টাওয়ারে বুধবার রাতে বাতি নেভানো থাকবে।
মেয়র অ্যান হিডালগো এক টুইটার বার্তায় বলেন, “কাবুলের সঙ্গে প্যারিসের সহমর্মিতা প্রকাশের জন্য আইফেল টাওয়ারে আজ মধ্যরাত থেকে অন্ধকার থাকবে।”
যারা বোমা বিস্তিফোরণের শিকার হন তাদের প্রতি তিনি সহানুভূতি জানান।