অ্যাকসেসিবিলিটি লিংক

মস্কো আয়োজিত শান্তি সম্মেলনে আফগানিস্তান অংশ নেবে না


যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকার আজ ঘোষণা করেছে যে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ায় আগামি মাসের বহুজাতিক সম্মেলনে যোগ দেয়ার কোন পরিকল্পনা তাদের নেই। ঐ সম্মেলনে তালিবান বিদ্রোহীরা যোগ দেবে বলে অনুমান করা হচ্ছে।

কাবুল সরকার ও তালিবান ছাড়া ও রাশিয়া এই সম্মেলনে ১১টি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে যার মধ্যে রয়েছে চীন , পাকিস্তান এবং ইরান । ৪ঠা সেপ্টেম্বর মস্কোতে এই সম্মেলন হবার কথা।

আফগান পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সিবঘাতুল্লাহ আহমাদি আজ ভয়েস অফ আমেরিকাকে এই খবর নিশ্চিত করেছেন যে রাশিয়ার ঐ আলোচনায় সরকার অংশ নিচ্ছে না। তবে তিনি এর কোন কারণ জানাননি।

তবে এ ব্যাপারে আফগান কর্মকর্তারা অসন্তুষ্ট কারণ তালিবানকে আমন্ত্রণ জানানোর আগে মস্কো তাদের সঙ্গে পরমার্শ করেননি।

XS
SM
MD
LG