অ্যাকসেসিবিলিটি লিংক

প্রয়াত শিল্পী কলিম শরাফীর প্রতি শ্রদ্ধাঞ্জলি


প্রয়াত শিল্পী কলিম শরাফীর প্রতি শ্রদ্ধাঞ্জলি
প্রয়াত শিল্পী কলিম শরাফীর প্রতি শ্রদ্ধাঞ্জলি

রবীন্দ্র সঙ্গীতের কথা উঠলেই কলিম শরাফীর কথা মনে পড়ে যায়।
বাংলাদেশ তথা উপমহাদেশের সঙ্গীত ও সাংস্কৃতিক জগতের এক কিংবদন্তী ব্যক্তিত্ব কলিম শরাফী ।
গত মঙ্গলবার ২রা নভেম্বর ঢাকায় তাঁর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি অবিভক্ত ভারতে ‘ভারত ছাড়ো’ আন্দোলন থেকে শুরু করে শুদ্ধ রবীন্দ্র সঙ্গীতের শিক্ষা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠাতা পরিচালক এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনসহ জাতীয় জীবনে অমূল্য অবদান রেখে গেছেন।
সঙ্গীত শিক্ষক এবং মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন, সে কথা বলেছেন তার সাবেক ছাত্র আহসানুল হক, শোভন আন্দালিব এবং সাবেক সহকর্মী মাসুমা খাতুন।

XS
SM
MD
LG