অ্যাকসেসিবিলিটি লিংক

বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় বহু চমক আছে


পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় বহু চমক আছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নবাগত ও সেলেব্রিটি অনেককে প্রার্থী করা নিয়েও স্থানীয় পর্যায়ে ক্ষোভ ও অসন্তোষ রয়েছে। কিন্তু একজন প্রার্থী এবারে সবার নজর কেড়ে নিয়েছেন। তিনি পূর্ব বর্ধমানের আউশগ্রাম কেন্দ্রে তপশিলি জাতির জন্য সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থী কলিতা মাঝি। অত্যন্ত দরিদ্র ঘরের বধূ কলিতার স্বামী কলমিস্ত্রির কাজ করেন। কিন্তু তাতে তাঁদের সংসার চলে না। অষ্টম শ্রেণীতে পড়া একটি ছেলেও রয়েছে তাঁদের। সংসারের খরচ মেটাতে কলিতা মাঝি পাড়ায় তিনটি বাড়িতে পরিচারিকার কাজ করেন। তাঁর নাম প্রার্থী তালিকায় ঘোষণা করায় তিনি খুশি হয়েছেন যত, অবাক হয়েছেন তার থেকেও বেশি।

বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় বহু চমক আছে
please wait

No media source currently available

0:00 0:01:27 0:00
সরাসরি লিংক


খবরটা শোনা মাত্র তিনি ছোটেন বাড়িতে বাড়িতে এক মাসের ছুটি চেয়ে নিতে। তা নয়তো ভোটের প্রচারে বের হতে পারবেন না তিনি। বলা বাহুল্য, সব বাড়ি থেকেই ছুটি পেয়েছেন কলিতা মাঝি। দীর্ঘদিন ধরেই কলিতা বিজেপির সক্রিয় সদস্য, তবে তাঁকে বিধানসভার প্রার্থী করা হবে এমন কথা তিনি ভাবতেও পারেননি। কিন্তু তিনি প্রার্থী হওয়ায় ওই এলাকার সকলেই খুশি। সংবাদমাধ্যমের কাছে কলিতা বলেছেন, আমি যদি ভোটে জিতি তা হলে আমার প্রথম ও প্রধান কাজ হবে, এলাকার গরিব মানুষদের জন্য কিছু করা। কারণ, দারিদ্র্যের জ্বালা আমি ছোটবেলা থেকেই বুঝতে পেরেছি।

XS
SM
MD
LG