অ্যাকসেসিবিলিটি লিংক

ড. কামাল হোসেন বলেছেন বাংলাদেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন তারা


La piloto belga-británica después de su aterrizaje en el aeropuerto de Kortrijk-Wevelgem, luego de un viaje alrededor del mundo en un avión ligero.
La piloto belga-británica después de su aterrizaje en el aeropuerto de Kortrijk-Wevelgem, luego de un viaje alrededor del mundo en un avión ligero.

গণফোরাম সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন তাঁরা বাংলাদেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন।

ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

বৃহস্পতিবার ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত একমতবিনিময় সভায় ড. কামাল হোসেন এমন মন্তব্য করে আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার লক্ষ্যে সকল জোট এবং দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি জানান।

ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, জেলখানায় আদালত কাঙ্ক্ষিত নয়। ড. কামাল বলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে যারা অপমানিত করছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবেই।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি অংশগ্রহণ মূলক, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পথে প্রধান অন্তরায় হিসেবে বর্ণনা করেছে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে আলাপকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

XS
SM
MD
LG