অ্যাকসেসিবিলিটি লিংক

কামালা হ্যারিস আনুষ্ঠানিকভাবে সেনেটর পদ ত্যাগ করেছেন


যুক্তরাষ্ট্রের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বুধবার অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতির জন্য তার সেনেটের আসনটি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। হ্যারিস ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের পশ্চিমের রাজ্য ক্যালিফোর্নিয়ায় সেনেটর হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

হ্যারিস, তাঁর টুইট বার্তায় বলেছেন, ধন্যবাদ ক্যালিফোর্নিয়া। গত চার বছর ধরে আপনাদের সেনেটর হিসাবে দায়িত্ব পালন করা একটি সম্মানের বিষয়। আমাদের দেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তবে আমি নিশ্চিত যে আমাদের সেরা দিনগুলি সামনে আসছে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমাদের অভিন্ন মূল্যবোধের পক্ষেই থাকব। কামালা হ্যারিসের আসনে এখন অভিষিক্ত হবেন মেক্সিকান আমেরিকান আলেক্স প্যাডিলা। যিনি কিনা ওই আসনের জন্য প্রথম ল্যাটিনো সেনেটর।

XS
SM
MD
LG