অ্যাকসেসিবিলিটি লিংক

করাচিতে রাজনৈতিক হত্যাকান্ড অব্যাহত, বেলচিস্তানে তেল ট্যাঙ্কারে অগ্নি সংযোগ


নিহত পাকিস্তানি সাংবাদিকের ছবি তুলে ধরেছেন , সেখানকার বিক্ষোভকারীরা
নিহত পাকিস্তানি সাংবাদিকের ছবি তুলে ধরেছেন , সেখানকার বিক্ষোভকারীরা

পাকিস্তানের প্রধান বানিজ্যিক শহরে নতুন করে মারাত্মক সহিংসতা দেখা দিয়েছে। আজ করাচিতে কর্মকর্তারা , গত তিন দিন ধরে একজন টেলিভিশন সাংবাদিকসহ ১৭ জনকে গুলি করে হত্যা করার জন্যে পরিচয়বিহিন বন্দুকধারীদের দায়ি করছেন।

দক্ষিণের এই বন্দর নগরী বেশ অনেক দিন ধরেই রাজনৈতিক ও জাতিগত সহিংসতায় আচ্ছন্ন হয়ে রয়েছে এবং এর ফলে সেখানকার দুটি প্রধান রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউ এম এবং আওয়ামি ন্যাশনাল পার্টি বা এ এনপি ‘র মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে।

এ সম্পর্কে করাচি থেকে সম্পাদক ই-বাংলাদেশ এবং ইন্সটিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্টে এর মিডিয়া্ ম্যানেজমেন্ট বিষয়ক ভিজিটিং ফ্যাকাল্টি মাশকাওয়াথ আহসান কিছুক্ষণ আগে আমাদের ঘটনার বিস্তারিত বিবরণ দেন ।

পাকিস্তানের কর্মকর্তারা বলছেন যে বন্দুকধারীরা পাশ্ববর্তী আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও নেটো বাহিনীর জন্যে জ্বালানি তেল বাহী অন্তত ১৮টি ট্যাঙ্কারে অগ্নিসংযোগ করেছে। তারা বলছেন যে এই আক্রমণের ঘটনাটি ঘটে আজ খুব ভোরে আফগানিস্তান প্রদেশে । অন্তত একজন এতে আহত হয়।

পাকিস্তানি তালিবান এই ঘটনার দায় স্বীকার করেছে।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG