অ্যাকসেসিবিলিটি লিংক

অসমের কার্বি আংলং অঞ্চলকে স্বশাসিত রাজ্যের দাবি


ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসমের কার্বি আংলং অঞ্চলের জন্য স্বশাসিত রাজ্যের দাবিতে কেন্দ্রকে চিঠি দিলেন অসমের এক বিজপি সাংসদ ও পাঁচ বিধায়ক। বহুদিন ধরেই অসমের পাহাড়ি অঞ্চলটির তিনটি জেলা–কার্বি আংলং, ওয়েস্ট কার্বি আংলং ও ডিমা হাসাওকে মিলিয়ে একটি স্বশাসিত রাজ্যের দাবি জোরাল হচ্ছিল। এবার ফের বিতর্কিত ইস্যুটি নিয়ে শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।এই মুহূর্তে অসমের বিভিন্ন প্রান্তে তফসিলি উপজাতিদের ৯টি স্বশাসিত পরিষদ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, অটোনমাস কাউনসিল অফ বড়োল্যান্ড, অটোনমাস কাউনসিল অফ কার্বি আংলং, নর্থ কাছাড় হিলস ইত্যাদি।

please wait

No media source currently available

0:00 0:01:16 0:00

কিন্তু তারপরও ক্রমে জোরাল হচ্ছে স্বশাসিত রাজ্যে গঠনের দাবি। উল্লেখ করা যেতে পারে গত ২৬ ডিসেম্বর গুয়াহাটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন অটোনমাস কাউনসিল অফ কার্বি আংলংয়ের এগজিকিউটিভ মেম্বার তুলিরাম রংহাং, সাংসদ হরেন সিং বে ও পাঁচ বিধায়ক। সেখানেই ভারতীয় সংবিধানের ২৪৪এ ধারা বলবৎ করার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে একটি স্মারকপত্র তুলে দেন তাঁরা।

XS
SM
MD
LG