শনিবার উজবেকিস্তানের প্রয়াত প্রেসিডেন্ট ইসলাম করিমভকে তাঁর নিজস্ব বাসভূমি সামারখন্ডে সমাহিত করা হয় I শত শত লোকের জমায়েতে শেষকৃত্য অনুষ্ঠানে মুফতি উচ্চারণ করেন "ইসলাম করিমভ জনগণের সেবায় নিবেদিত ছিলেন"I সামারখন্ডের শাহী জিন্দা কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে I
হাজার হাজার জনতা শনিবার তাসখেন্টের রাস্তায় সারিবদ্ধ হয়ে তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন I তিনি বেশ কিছুদিন ধরে কমায় ছিলেন I তিনি ক্ষমতায় আসীন ছিলেন দীর্ঘ পঁচিশ বছর ধরে I