অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরে একতরফা অস্ত্র বিরতির আহ্বানঃ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির


কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ভারত সরকারের কাছে অনুরোধ করেছেন, রমজান আর অমরনাথ তীর্থযাত্রার সময় একতরফা অস্ত্র বিরতি করুক ভারতীয় নিরাপত্তা বাহিনী।

অতীতে প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীও কয়েক মাসের জন্য এক তরফা সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বার অস্ত্র বিরতিতে দুটি ব্যতিক্রমের কথাও বলা হচ্ছে - ভয়ঙ্কর কোনও জঙ্গীকে হাতে পেলে ছাড়া হবে না। আর, সেনাকে আক্রমণ করলে পাল্টা আক্রমণে বাধা থাকবে না।

আশা, পাকিস্তানও একটা আলোচনায় আগ্রহী। তাই এই অস্ত্র বিরতি অনুকূল পরিবেশ তৈরি করবে। অভিজ্ঞতা হল, গত ২ বছরে নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে বেশ কিছু জঙ্গীকে নিকেশ করা হলেও তরুণরা নতুন জঙ্গী দলে যোগ দিয়েছে।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG