অ্যাকসেসিবিলিটি লিংক

পুণরায় সংঘর্ষ কাশ্মীরে


Jammu and Kashmir state Chief Minister Mehbooba Mufti, holds India's national flag after it fell during the unfurling ceremony on India's Independence Day in Srinagar, Indian controlled Kashmir, Monday, Aug. 15, 2016.
Jammu and Kashmir state Chief Minister Mehbooba Mufti, holds India's national flag after it fell during the unfurling ceremony on India's Independence Day in Srinagar, Indian controlled Kashmir, Monday, Aug. 15, 2016.

পুণরায় সংঘর্ষ কাশ্মীরে। বদগাম এবং অনন্তনাগ জেলায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। পাল্টা গুলি চালায় সিআরপিএফ বাহিনী। সংঘর্ষে মৃত্যু হয় পাঁচজনের। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৩। আহত বহু। কাশ্মীর ইস্যু নিয়ে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।এক আধিকারিক জানিয়েছেন, আজ সকালে বদগাম জেলার মাগামে আরিপাঠান এলাকায় নিরাপত্তারক্ষী বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। পাল্টা গুলি চালানো হয়। মৃত্যু হয় চার জনের। আহত হয় বেশ কয়েকজন। এছাড়া অনন্তনাগ জেলার জংলাত মান্ডিতেও ঘটে অশান্তির ঘটনা। সেখানে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ায়, পাল্টা গুলি চালানো হয়। মৃত্যু হয়এক জনের। অনন্তনাগে এখনও জারি রয়েছে কার্ফু। প্রসঙ্গত, নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান মুজফফর ওয়ানির মৃত্যুর পরই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। শুরু হয় পুলিশ-জনতা সংঘর্ষ। এই ঘটনায় আহত হয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ। তাদের মধ্যে রয়েছেন অনেক নিরাপত্তারক্ষীও।অশান্ত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয় আজ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ইন্টেলিজেন্স ব্যুরো-র আধিকারিকরা

এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG