পাকিস্তানের সঙ্গে সীমান্তের কাছে, কাশ্মিরে ভারতীয় সেনা বাহিনীর এক ঘাঁটিতে, চরমপন্থীদের আক্রমণে ১৭ জন ভারতীয় সেনা নিহত হয আর আহত হয প্রায় ২০জন।দুদশকে এটি ছিল সবচাইতে মারাত্মক হামলা।
কর্মকর্তারা বলেন সশস্ত্র চার কম্যান্ডো রবিবার খুব ভোরে উরিতে সেনা শিবিরে বন্দুক আর গ্রেনেড হাতে আক্রমণ চালায়। কাশ্মিরের রাজধানী শ্রীনগরের পশ্চিমে উরি অবস্থিত।
সেনা বাহিনীর এক বিবৃতিতে বলা হয় চার চরমপন্থী নিহত হয়। ওই এলাকায় সম্ভবত অন্যান্য যারা লুকিয়ে আছে, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
স্থানীয় সাংবাদিকরা বলেন কয়েক ঘন্টা ধরে বন্দুক লড়াই চলে এবং সারাটা সময়ই বিস্ফোণের শব্দ শোনা যায়।