গত দু মাসে কাশ্মিরে অন্তত ২৫টি স্কুল ধ্বংস হয়ে গিয়েছে আগুন লেগে। কে যে লাগাল আগুন, তা এখনও রহস্য। সন্দেহ অবশ্য জঙ্গীদের দিকেই। প্রশাসন বলেছিল, রাজ্যের ১৫,০০০ স্কুলের নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়। কিন্তু রাজ্যের হাইকোর্ট এ কথা শুনতে রাজী নয়। তারা সোমবার আদেশ দিয়েছে, প্রতিটি স্কুলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রি, নায়িম আখতার বলেছেন, এ নির্ঘাত বিচ্ছিন্নতাবাদীদের কাজ। তারাই পুলিশের দিকে পাথর ছোঁড়ে, স্কুলে আগুনও লাগায়। এদের লক্ষ্য, হাজার হাজার ছেলেমেয়ে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হোক, স্কুলে না গিয়ে তারা বরং পথে নেমে বিচ্ছিন্নতাবাদীদের দলে ভিড়ুক। গত ৮ জুলাই জঙ্গী নেতা বুরহান ওয়ানি পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে অশান্তি, নিহত অন্তত ৯০ জন। সব স্কুলও বন্ধ রয়েছে তখন থেকেই।
এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।